আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল পিকচার কিভাবে যুক্ত করবেন
অনেক ভাই ও বোন আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন বা করতে হয় সে সম্পর্কে জানতে চান। এই পোস্টটি তাদের জন্য। বর্তমান প্রযুক্তির যুগে অনেকের কাছে আইফোন ও আইপ্যাড থাকলেও
তারা কিভাবে এর প্রোফাইল ছবি পরিবর্তন করতে হয় সে সম্পর্কে জানেন না। এই পোস্টটিতে ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়েছে এবং প্রয়োজনীয় টিপস ও সতর্কতা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তাই আপনি যদি এ বিষয়ে জানতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।
পোস্ট সূচিপত্রঃ আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত
করবেন
- আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন
- আইপ্যাডে অ্যাপল আইডির প্রোফাইল ছবি পরিবর্তন করার উপায়
- ছবি আপলোড করার সময় ব্যক্তিগত তথ্য রক্ষা করবেন যেভাবে
- প্রোফাইল ছবি পরিবর্তন না হওয়ার কারণ ও সমাধান
- ipad এ canva দিয়ে বানানো ছবি প্রোফাইল হিসাবে ব্যবহার করার নিয়ম
- কেন অ্যাপল আইডিতে প্রোফাইল ছবি নিরাপদ হওয়া জরুরী
- শিক্ষার্থীদের জন্য নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি সেট করার নিয়ম
- নিরাপদ প্রফাইল ছবি বানানোর জন্য ৫ টি টিপস
- নিরাপত্তার দিক থেকে অ্যাপল আইডিতে প্রোফাইল ছবির গুরুত্ব কত
- লেখকের মন্তব্যঃ আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন
আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন
বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত পরিচয় এর গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে
উঠেছে প্রোফাইল ছবি। আর সেটি যদি হয় অ্যাপল ডিভাইসে, তাহলে তো প্রোফাইল ছবি এড
করার আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়। কারণ অ্যাপল আইডি প্রোফাইল ছবি আইফোন ও আইপ্যাড
সহ অন্যান্য অ্যাপল সেবা যেমন facetime, imessage ও icloud এ দৃশ্যমান হয়।
কিন্তু অনেক ব্যবহারকারী জানেন না iphone এ কিভাবে অ্যাপল আইডির প্রোফাইল ছবি
পরিবর্তন করতে হয়।
চলুন জেনে নিই কিভাবে আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন।
প্রথমেই আপনি আপনার iphone এর সেটিং অফসানে যাবেন, সেটিংস অফসানে গেলে আপনি
স্ক্রিনের উপরে আপনার অ্যাপল আইডির নাম ও ছবি দেখতে পাবেন সেখানে ট্যাপ করতে
হবে।নামের উপর ক্লিক করলে নাম লেখার অপশন আসবে সেখান থেকে আপনি আপনার নামটি দিয়ে
দিবেন। তারপর দেখবেন নিচের ডান লেখা আছে তার ওপর ক্লিক করলে আপনার নামটি সেভ হয়ে
যাবে।
এবং ছবির উপর ক্লিক করলে "এডিট" অথবা "চেঞ্জ ফটো" অপশন আসবে। সেখানে ক্লিক
করলেআপনি দুটি অপশন দেখতে পাবেন "take photo" "choose photo". take photo থেকে
ছবি তুলে আপনি প্রোফাইলে সেট করতে পারেন অথবা choose photo দিয়ে গ্যালারি
থেকে আপনি আপনার পছন্দমত ছবি বাছাই করে প্রোফাইলে সেভ করতে পারেন।তবে ছবি দেওয়ার
সময় খেয়াল রাখতে হবে ছবিটি যেন হায় রেজুলেশন এর হয়। 500*500 px এর উপরে হলে
ভালো হয়।
এবং ছবিতে যেন আপনার মুখমণ্ডল স্পষ্টভাবে দেখা যায় সেটা খেয়াল রাখবেন। iCloud
sync চালু আছে কিনা চেক করুন। চালু করা না থাকলে এটিকে চালু করুন, কারণ এটি বন্ধ
থাকলে আপনার প্রোফাইল আপডেট হবে না। উপরের নির্দেশনা বলি গুলো মেনে কাজ করলে আপনি
সহজেই আইফোনে প্রোফাইল ছবি যুক্ত করতে পারবেন। আশা করি আপনি আইফোনে অ্যাপল আইডির
প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন সেই সম্পর্কে বুঝতে পেরেছেন।
আইপ্যাডে অ্যাপল আইডির প্রোফাইল ছবি পরিবর্তন করার উপায়
আইপ্যাডে অ্যাপল আইডির প্রোফাইল ছবি পরিবর্তন করা এবং আইফোনে অ্যাপল আইডির
প্রোফাইল ছবি পরিবর্তন করার নিয়ম প্রায় একই। তবে আলাদা অপারেটিং সিস্টেম ধারা
পরিচালিত হওয়ায় স্ক্রিনের সাইজ বা লে-আউট ভিন্ন হওয়ার কারণে কিছু আইকনের
অবস্থান একটু উপরে নিচে থাকতে পারে কিন্তু ফাংশান একই। ipad এর প্রোফাইল ছবি
পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে ipad এর হোমস্ক্রিন
থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর অ্যাপল আইডি সেকশনে গেলে স্কিনের উপরে আপনি
আপনার নাম ও প্রোফাইল ছবি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে প্রোফাইল ছবির আইকন
দেখাবে ওখানে ক্লিক করতে হবে। আইকনের উপরে ক্লিক করলে আপনি দুটি অপশন পাবেন edit
ও change photo. আপনি ইডিট অপশনে ক্লিক করলে আপনার সামনের তিনটি অপশন শো করবে
take photo, choose photo, browse.
Take photo থেকে ছবি তুলে আপনি সেটি প্রোফাইলে ব্যবহার করতে পারবেন। choose
photoথেকে আপনার ফটো গ্যালারী থেকে ছবি নির্বাচন করুন। এবং browse photo থেকে
আপনার ফাইল অ্যাপ থেকে যেকোনো একটি ছবি নির্বাচন করুন। নতুন করা হয়ে গেলে ছবিটি
ক্রপ করুন। যেখানে done বা choose লেখা আছে সেখানে ক্লিক করুন। তাহলে আপনার
প্রোফাইল ছবি আপডেট হয়ে যাবে।
তাহলে আপনার প্রোফাইল ছবি আপডেট হয়ে যাবে। যদি আপডেট না হয় তাহলে icloud sync
চালু করতে হবে। এই প্রোফাইল ছবি আপনার icloud, messages,face time সহ সকল এপল
সার্ভিসে দেখাবে। উপরের এই নির্দেশনা বলি গুলো ipados 15 ও পরবর্তী সংস্করণের
জন্য কার্যকর। আপনি যদি পুরনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে এই অপশন গুলো
কিছুটা আলাদা হতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে
আইপ্যাডে অ্যাপল আইডি প্রোফাইল ছবি পরিবর্তন করবেন।
ছবি আপলোড করার সময় ব্যক্তিগত তথ্য রক্ষা করবেন যেভাবে
বর্তমান প্রযুক্তির এই যুগে আমরা আমাদের ব্যক্তিগত অসংখ্য ছবি বিভিন্ন সোশ্যাল
মিডিয়া প্লাটফর্মে আপলোড করে থাকি। তবে আপলোড করার সময় আমাদের কিছু ভুলের কারণে
অনেক সময় আমাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই ছবি আপলোড করার পূর্বে
আমাদেরকে সচেতন থাকতে হবে। যেমন iphone, ipad অথবা ম্যাকবুক যে কোন ডিভাইসে
ছবি আপলোড করলেই তা icloud এ সংরক্ষিত হয়। যা বিভিন্ন অ্যাপ এ ব্যবহার করা হয়
এবং বিভিন্ন সময় দেখা যায় তা অন্যের কাছেও দৃশ্যমান হয়ে গেছে। যা মূলত আমাদের
ভুলের কারণে হয়ে থাকে। চলুন জেনে নিই কোন ভুলগুলো না করলে আপনার ব্যক্তিগত তথ্য
নিরাপদ থাকবে। সাধারণত অ্যাপল ডিভাইসে তোলা প্রতিটি ছবির সঙ্গে কিছু মেটাডাটা
যুক্ত থাকে।
- লোকেশনঃ আপনার ফোনের অন থাকলে আপনি কোথায় ছবি তুলছেন এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তাই ছবি তোলার সময় অবশ্যই আপনাকে আপনার ফোনের লোকেশন অফ করতে হবে। তবেই আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে। এই লোকেশান অপশনটি বন্ধ করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের স্ক্রিনের সেটিংস অপশনে যাবেন সেখান থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনের উপর ক্লিক করবেন সেখান থেকে আপনি লোকেশন সার্ভিস অপশনটি বন্ধ করে দিতে হবে। এরপর নিজে স্ক্রল করে আপনি ক্যামেরা সিলেক্ট করুন। তারপর আপনি নেভার লেখা আছে এটাই ক্লিক করুন। তাহলে আপনার লোকেশন সার্ভিস টি বন্ধ হয়ে যাবে। এবং এতে ভবিষ্যতের ছবি তোলার সময় জিপিএস লোকেশন যুক্ত হবে না।
- ডিভাইস ইনফোঃ আপনি যদি আপনার ফোনের ডিভাইস ইনফো চালু রাখেন তাহলে আপনি কোন ফোন দিয়ে ছবি তুলছেন সেটা জানা যায়। এতে করে সহজে বুঝা যায় আপনি কোন ফোন ব্যবহার করেন। এছাড়াও আপনি ধনী নাকি গরিব সে বিষয়েও একটা ধারণা পাওয়া যায়। তাই ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার জন্য অবশ্যই আপনি আপনার ফোন থেকে ডিভাইস ইনফো এই অপশনটা বন্ধ রাখবেন।
- তারিখ ও সময়ঃ আপনি কতদিন আগে ছবি তুলেছেন সে ব্যাপারে পরিষ্কার ভাবে জানা যায়।এই তারিখ ও সময় অপশন চালু রাখলে আপনার শিশুর স্কুল, অফিস বা ঘন ঘন যাতায়াত করেন সে সকল স্থান চিহ্নিত করতে সাহায্য করে।
- Exif data: Exif ডেটা হচ্ছে ছবির সঙ্গে যুক্ত অতিরিক্ত তথ্য।যেটি দেখে সহজেই বুঝা যায় আপনি কখন ছবি তুলেছেন কোন ফোন দিয়ে তুলেছেন সেই সম্পর্কে বিশদ একটি ধারণা পাওয়া যায়। যা কখনো কখনো আপনার বিপদের কারণ হতে পারে। আপনি যদি তথ্য রক্ষার ক্ষেত্রে এই Exif ডেটা পাঠাতে না চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে ফটোজ অ্যাপে যেতে হবে। সেখান থেকে আপনি যে ছবিটি শেয়ার করতে চান সেই ছবিটিকে সিলেক্ট করতে। হবে। তারপরে শেয়ার বাটনে চাপ দেন। এরপর নিচে স্ক্রল করে লোকেশন অথবা অল ফটোজ ডাটা অপশনটি বন্ধ করে দিন। আপনি যদি এই নির্দেশনা গুলি গুলো মেনে চলেন তাহলে আপনি মূল ছবি না মুছেই অন্যকে পাঠানোর সময় আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।
এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করার সময় অথবা অন্য কারো সাথে শেয়ার
করার সময় তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে থাকি। এই অ্যাপগুলো অনেক সময় আমাদের
ডেটা কপি করে অনেক সার্ভারে আপলোড করে দেয়। আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য
এই তৃতীয় পক্ষের অ্যাপ গুলো ব্যবহার করা থেকে এড়িয়ে যেতে হবে। এবং
বিশ্বাসযোগ্য অ্যাপ গুলো ব্যবহার করতে হবে যেমন
- Snapseed (google)
- Adobe lightroom
- Halide etc
এই অ্যাপ গুলো ছাড়াও আরো অনেক বিশ্বস্ত অ্যাপ রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে
পারেন। তবে আমি মনে করি অবিশ্বস্ত অ্যাপ গুলোতে ফটো লাইব্রেরী এক্সেস না দেওয়াই
ভালো। কেননা অবিশ্বাস তো অ্যাপ এ আপনি অ্যাক্সেস দিয়ে রাখলে আপনার ব্যক্তিগত
তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই আপনি তাই আপনি এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা
অবলম্বন করবেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
প্রোফাইল ছবি পরিবর্তন না হওয়ার কারণ ও সমাধান
আপনারা যারা iphone বা ipad এ অ্যাপল আইডি প্রোফাইল ছবি পরিবর্তন করার চেষ্টা
করছেন কিন্তু পাচ্ছেন না এই পোস্টটি তাদের জন্য। চলুন আমরা জেনে নেই কি কারনে
প্রোফাইল ছবি পরিবর্তন হয় না ও এর সমাধান সম্পর্কে। প্রোফাইল ছবি আপডেট বা
পরিবর্তন এর জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগের। কারণ ইন্টারনেট
স্লো বা ডাউন থাকলে ছবি আপলোড হতে পারেনা। তাই আপনি প্রথমে চেক করে নিবেন আপনার
ডিভাইসে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা।
তারপরে আপনি দেখবেন icloud sync চালু আছে কিনা। কারণ অ্যাপল আইডির
প্রোফাইল ছবি icloud এর মাধ্যমে sync হয়। এটি চালু করার জন্য আপনি আপনার ফোনের স্ক্রিনের সেটিংস
অপশনে যাবেন সেখান থেকে আপনার নাম বা প্রোফাইল লেখার উপর ক্লিক করবেন তারপর icloud অপশন আসবে
সেখানে ক্লিক করুন। সেখান থেকে আপনি ফটোজ সক্রিয় আছে কিনা দেখুন। প্রয়োজনে আপনি
লগ আউট করে আবার লগ ইন করুন।
কারণ অনেক সময় সিকিউরিটি সমস্যা হলে বা ডিভাইসে সঠিকভাবে লগ ইন না থাকলে ছবি
পরিবর্তন সফলভাবে হয় না। এছাড়াও অনেক সময় দেখা যায় অ্যাপলে সার্ভার
ডাউন থাকে তখন ছবি পরিবর্তন করা করা যায় না। তাই apple system status চেক করুন।
যদি দেখতে পান সার্ভার ডাউন হয়ে আছে তাহলে কিছুক্ষণ পর আবার ট্রাই
করুন। কিছুক্ষণ পর আবার যদি দেখতে পান আপনার প্রোফাইল ছবি পরিবর্তন হচ্ছে না
তাহলে আপনার ফোনটি রিস্টার্ট করুন।
রিস্টার্ট দেওয়া হয়ে গেলে এবার প্রোফাইল ছবি পরিবর্তন করার চেষ্টা
করুন। তাহলে আপনার আপনার প্রোফাইল ছবি পরিবর্তন হয়ে যাবে। অনেক সময় ফোনের
সমস্যার কারণে প্রোফাইল ছবি পরিবর্তন হতে সময় লাগে। আপনি যদি উপরোক্ত নির্দেশনা
গুলি গুলো মেনে কাজ করেন তাহলে সহজেই আপনি প্রোফাইল ছবি পরিবর্তন করতে পারবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রোফাইল ছবি পরিবর্তন না হওয়ার কারণ কি ও কি করলে
প্রোফাইল ছবি পরিবর্তন করা সম্ভব।
ipad এ canva দিয়ে বানানো ছবি প্রোফাইল হিসাবে ব্যবহার করার নিয়ম
আমরা আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে
প্রোফাইল ছবি ব্যবহার করে থাকি। একটি আকর্ষণীয় প্রোফাইল ছবি আপনার ব্যক্তিত্ব ও
ব্র্যান্ডকে তুলে ধরে। তাই প্রোফাইল ছবি ব্যবহার করার সময় একটি আকর্ষণীয় ছবি
ব্যবহার করতে হবে। আর প্রোফাইল ছবি আকর্ষণীয় করার জন্য ক্যানভা অ্যাপসটি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এবং আইপ্যাডে যেহেতু শক্তিশালী ফিচার ইমেজ রয়েছে
এবং
এর টাচ কন্ট্রোল অনেক সহজ হওয়ায় আপনি ক্যানভাতে খুব সহজেই প্রোফাইল ছবি
কাস্টমাইজ করে যে কোন প্রোফাইলের জন্য ব্যবহার করতে পারবেন। আমরা জেনে
নেই কিভাবে প্রোফাইল ছবি ক্যানভা তে বানাবেন। আপনি ক্যানভা অ্যাপে প্রবেশ
করলেই আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে। সেখান থেকে আপনি কাস্টম ডিজাইনে ক্লিক
করবেন। তারপর আপনি ক্রিয়েট এ ডিজাইন বাটনে চাপ দিন।
আরো পড়ুনঃ
সকালে খালি পেটে কি খেলে ওজন বাড়ে
সেখান থেকে আপনি ছবির সাইজ দিন। তবে মাথায় রাখবেন প্রোফাইল ছবি সব সময় স্কয়ার
সাইজের হয়। ছবির সাইজ দেওয়া হয়ে গেলে আপনি আইপ্যাড এর গ্যালারি থেকে নিজের
পছন্দমত ছবি সিলেক্ট করবেন। এরপর আপনি canva এর আপলোড সেকশনে গিয়ে ছবিটি ইমপোর্ট
করুন। আপনি ছবিটি স্ক্রিনে নিয়ে আসুন এবং সঠিকভাবে ফ্রেম করুন। ছবির কালার চেঞ্জ
করতে চাইলে কালার অপশন থেকে কালার চেঞ্জ করুন।
এবং ছবির ব্যাকগ্রাউন্ড এর কালার যদি চেঞ্জ করতে চান তাহলে তাহলে কালার অফশন থেকে
কালার চেঞ্জ করুন। এবং যদি ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে চান তাহলে
ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল ব্যবহার করুন। ipad এর বড় স্ক্রিনে এই কাজ করা
খুবই সহজ।এছাড়া আপনি আপনার প্রোফাইল ছবিকে আরো আকর্ষণীয় করতে চাইলে আপনার নিজের
নাম অথবা ব্র্যান্ড লোগো যোগ করতে পারেন। ক্যানভাতে অনেক ফ্রি আইকন ও ইমোজি
পাওয়া যায়। সেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
ছবির উজ্জ্বলতা, কনস্ট্রাস্ট ঠিক করে নিন।তারপর আপনি পুরো ছবিটি চেক করে নিন। যদি
সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডাউনলোড বাটনে চাপ দিন। এবং ছবিটি আপনার আইপেডে পিএনজি
অথবা জেপিজি ফরমেটে সেভ করুন। ছবি সেভ করা হয়ে গেলে আপনি সেই ছবিটি প্রোফাইল
হিসাবে যোগ করুন।আপনি উপরের নির্দেশনা বলি অনুযায়ী কাজ করলে খুব সহজেই আপনি
প্রোফাইল ছবি যোগ করতে পারবেন।
কেন অ্যাপল আইডিতে প্রোফাইল ছবি নিরাপদ হওয়া জরুরী?
আজকের ডিজিটাল যুগে প্রতিটি ব্যক্তির জন্য ডিজিটাল পরিচয় খুবই গুরুত্বপূর্ণ।
আমরা অনেক সময় অ্যাপল আইডি ব্যবহার করে থাকি আর এই অ্যাপল আইডির প্রোফাইল ছবি
শুধু সৌন্দর্য নয়, বরং এটি নিরাপত্তা, গোপনীয়তা ও পেশাদারিত্বের প্রতিক। তবে
আমরা অনেকেই ব্যক্তিগত ছবি অথবা প্রাইভেট ছবি অ্যাপল আইডিতে সেট করে ফেলি। আবার
অনেকেই দেখা যায় যে তারা নিজের ছবি ব্যবহার না করে অন্যের ছবি ব্যবহার করে থাকে।
এতে অনেক সময় অনেক বিড়ম্বনায় পড়তে হয়। চলুন জেনে নিই এতে করে আমাদের কি কি
সমস্যায় পড়তে হতে পারে।
- আপনার ছবি হ্যাক হয়ে অন্যের হাতে চলে যেতে পারে
- অপরিচিত ব্যক্তি আপনার তথ্য দেখে ফেলতে পারে
- ভুল ছবি ব্যবহার করলে অনেক সময় ফ্যামিলি শেয়ারিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাউন্টে সমস্যা হতে পারে
- অনলাইনে শিক্ষাগত কাজে সিরিয়াস নাও দেখাতে পারে
তাই প্রোফাইল ছবি সেট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। আমি মনে
করি, অ্যাপল আইডিতে নিরাপদ ও মানানসই প্রোফাইল ছবি ব্যবহার করা প্রতিটি ব্যক্তির
জন্য খুবই গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের জন্য নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি সেট করার নিয়ম
বর্তমান এই যুগে শিক্ষার্থীদের জন্য একটি ডিজিটাল পরিচয় খুবই গুরুত্বপূর্ণ।
তাদেরকে বিভিন্ন সময় অ্যাপল আইডি ব্যবহার করতে হয়। তবে অনেক শিক্ষার্থী কিভাবে
নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি সেট করতে হয় সে সম্পর্কে জানে না। আপনিও যদি
কোন শিক্ষার্থী হয়ে থাকেন আর আপনার যদি নিরাপদ এপল আইডি প্রোফাইল ছবি সেট করতে
কোন সমস্যা হয়ে থাকে তাহলে এ পোস্টটি ভালোভাবে পড়ুন।
চলুন জেনে নিই কিভাবে iphone থেকে নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি
সেট করবেন। প্রথমেই আপনি আপনার ফোনের স্ক্রিনে যান সেখান থেকে সেটিংস
অপশনে যান।সেখানে আপনি একেবারে উপরে আপনার নাম ক্লিক করুন। তারপর আপনি
আপনার বর্তমান ছবি বা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। সেখান
থেকে আপনি ক্যামেরা থেকে নতুন ছবি তুলতে পারবেন অথবা গ্যালারির পুরনো কোন নিরাপদ ছবি বেছে নিতে পারবেন।
তারপর ছবি জুম করুন এবং আপনার ফেস একদম সেন্টারে রাখুন। তারপর আপনি চুজ বা
ডান লিখার উপরে ক্লিক করুন। তাহলে নতুন ছবি আপনার সাথে সাথে আপডেট হয়ে
যাবে। এবার ipad দিয়ে কিভাবে নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি সেট করবেন
তা দেখে নিই।এর জন্য প্রথমেই আপনি আপনার ফোনের হোমস্ক্রিন থেকে সেটিংসে যান
সেখান থেকে নাম অথবা প্রোফাইল ক্লিক করুন।তারপর বর্তমান ছবির উপরে ক্লিক করুন।
সেখান থেকে আপনি নতুন ছবি যোগ করার অপশন পাবেন। সেখানে আপনি আপনার ছবি তুলতে
পারেন অথবা গ্যালারি থেকে আপনার পুরনো ছবি এড করতে পারেন। তবে ক্যানভা দিয়ে
বানানো ছবি ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপর ছবিটিকে জুম করে সেন্টারে নিয়ে
আসুন। তারপর ডান লেখার উপর ক্লিক করে সেভ করুন। তাহলে আপনার নিরাপদ অ্যাপল আইডির
প্রোফাইল ছবি সেট হয়ে যাবে।তবে প্রোফাইল ছবি আপডেট যদি না হয়, তাহলে প্রথমেই
আপনি আপনার ইন্টারনেট কানেকশন ঠিক করুন।
তারপর আপনার আই ক্লাউড এ সাইন ইন আছে কিনা সেটা চেক করুন। তারপরও না হলে আপনি
আপনার ডিভাইসটি রেস্টার্ট দিন। এবং আপনার একাউন্টটি যদি ফ্যামিলি শেয়ারিং বা
স্কুল ম্যানেজমেন্ট হয় তাহলে এডমিনের সাথে যোগাযোগ করুন। কারণ ফ্যামিলি
শেয়ারিং একাউন্ট বা ইস্কুল ম্যানেজমেন্ট অনেক হাই সিকিউরিটির হয়ে
থাকে। তাই এ সকল সমস্যার সমাধানের জন্য এডমিনের সাথে যোগাযোগ করতে হয়।
আশা করি আপনি কিভাবে নিরাপদ অ্যাপল আইডি প্রোফাইল ছবি সেট করতে হয় সে
সম্পর্কে বুঝতে পেরেছেন।
নিরাপদ প্রফাইল ছবি বানানোর জন্য ৫ টি টিপস
নিরাপদ প্রোফাইল ছবি বানানোর জন্য আপনি canva অথবা ফটোশপ অ্যাপ ব্যবহার
করুন। কারণ এগুলোতে আপনার সহজেই ডিজাইন করা যায়। এবং ছবি ইচ্ছেমতো সাইজ অনুযায়ী
ডাউনলোড করা যায়। যা প্রোফাইল ছবি বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদ
প্রোফাইল ছবি বানানোর পাঁচটি টিপস নিচে দেওয়া হল।
- সাদা অথবা হালকা ব্যাকগ্রাউন্ড যুক্ত ছবি ব্যবহার করুন। এতে আপনার ছবি দেখতে অনেক ইউনিক লাগবে। এবং ফোকাস স্পষ্ট থাকবে।
- আপনার ছবিতে অতিরিক্ত সাজসজ্জা এড়িয়ে চলুন। ছবি অনেক বেশি এডিট করলে তা দেখতে ভালো লাগে না। তাই যতটুকু দরকার ততটুকু এডিট করুন। কারণ সিম্পল ছিমছাম ছবি প্রোফাইলের জন্য ভালো।
- আপনার ছবি বছরে এক থেকে দুইবার আপডেট করুন। এতে করে আপনার অনলাইনে ভালো ইমপ্রেশন তৈরি হবে।
-
সেলফির পরিবর্তে আপনার আইফোনে থাকা মেমোজি অথবা avatar ব্যবহার করে কার্টুন
টাইপ ছবি বানাতে পারেন। এতে করে আপনার আসল চেহারা প্রকাশ পাবে না ,পাশাপাশি
আপনার ছবিও অনেক সুন্দর দেখাবে।
-
খুব বেশি ব্যক্তিগত ছবি অথবা পারিবারিক সংবেদনশীল ভঙ্গি ফুটে উঠে এরকম
ছবি ব্যবহার করবেন না। বরং এর চাইতে সাধারণ হাসিখুশি ভঙ্গিতে ছবি তোলা বেশি
নিরাপদ। তাই আপনি অতি সংবেদনশীল ছবি প্রোফাইলে দেওয়া থাকে বিরত
থাকুন।
নিরাপত্তার দিক থেকে অ্যাপল আইডিতে প্রোফাইল ছবির গুরুত্ব কত
বর্তমানে আমাদের পরিচয় শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ নেই। মোবাইল ফোন, কম্পিউটার
অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা প্রত্যেকেই এক ধরনের
ডিজিটাল আইডেন্টিটি বহন করি। তবে বিশেষ করে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য
অ্যাপল আইডি হচ্ছে সেই পরিচয় এর কেন্দ্রবিন্দু। আর এই আপল আইডিকে আরো ব্যক্তিগত
ও আলাদা করার জন্য প্রোফাইল ছবি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই প্রোফাইল ছবি যোগ করার কারণে আপনার ফ্যামিলি শেয়ারিং এ আপনার অ্যাকাউন্ট সহজে
চেনা যায়। এবং নিরাপদ প্রোফাইল ছবি ব্যবহার করলে আপনার ডিজিটাল আইডেন্টিটি
প্রোটেক্টেড থাকে। তবে আপনাকে অ্যাপল আইডিতে প্রোফাইল ছবি যোগ করার ক্ষেত্রে
আপনাকে এর নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যেমন খোলামেলা বা প্রাইভেট ছবি
ব্যবহার করলে সেটা ভুল মানুষদের হাতে ছড়িয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ বিনা পুঁজিতে টাকা ইনকাম করার উপায়
কারণ অনেক সময় হ্যাকাররা অন্যের প্রোফাইল ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট
বানায়। তাই এক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। এবং খোলামেলা অথবা প্রাইভেট ছবি
ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং অনপযুক্ত ছবি ব্যবহার করা থেকে বিরত থাকতে
হবে।কারণ এ সকল ছবির স্কুল, কলেজ এবং বিভিন্ন অফিসিয়াল প্লাটফর্মে কোনো
গ্রহণযোগ্যতা থাকে না। এবং আপনাকে অন্যের ছবি অথবা ভুল ছবি ব্যবহার করা থেকে বিরত
থাকতে হবে।
অন্যের ছবি ব্যবহার করলে অনেক সময় আপনাকে সাইবার বুলিং অথবা ট্রলিং এর শিকার হতে
পারে। এবং সর্বশেষ আপনাকে যে বিষয়ের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে তা হচ্ছে
আপনার ডাটা সুরক্ষার ব্যাপারে। অ্যাপল এর সিকিউরিটি অনেক স্ট্রং কিন্তু অনেক সময়
থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার ছবি ফাঁস হতে পারে। তাই আপনার ফোন থেকে সকল
থার্ড পার্টি অ্যাপস বন্ধ করতে হবে।
তাহলে আপনার ডাটা অন্যের হাতে যাওয়া থেকে অনেকটা সুরক্ষিত থাকবে। এছাড়াও আপনার
তথ্য সুরক্ষার জন্য স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং ২ ফ্যাক্টর
অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করলে আপনার তথ্য পুরোপুরি সেভ
থাকবে। তবে অ্যাপল ক্রমাগত তাদের ডিজিটাল সিকিউরিটি বাড়াচ্ছে। ভবিষ্যতে আমরা
দেখতে পাবো অ্যাপল আইডি প্রোফাইল ছবি স্বয়ংক্রিয়ভাবে চেক করা হবে
যে ছবি দিবেন সেই ছবি আপনার প্রোফাইলের জন্য সেফ কিনা। বর্তমান ও ভবিষ্যৎ এর কথা
বিবেচনা করলে অ্যাপল আইডির প্রোফাইল ছবি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটি আপনার গোপনীয়তা রক্ষা করে এবং
আপনাকে প্রফেশনাল ও গ্রহণযোগ্য করে তোলে। এর পাশাপাশি এটি আপনার সাইবার
সিকিউরিটির ঝুঁকি কমায়। তাই আপনি প্রোফাইল ছবি দেওয়ার সময় সতর্কতা অবলম্বন
করবেন। এতে করে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে।
লেখকের মন্তব্যঃ আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন
আইফোনে অ্যাপল আইডির প্রোফাইল ছবি কিভাবে যুক্ত করবেন বা করতে হয়
বিষয়টি অনেকের কাছে অনেক ছোট মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন একটি
ছোট পরিবর্তন বড় ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আর আপনার অ্যাপল আইডির
প্রোফাইল ছবি আপনার ডিজিটাল পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। আপনার প্রোফাইল ছবি শুধু
আপনার ব্যক্তিত্বের প্রতিফলন নয় বরং এটি আপনার নিরাপত্তা ও ইম্প্রেশন এর সাথেও
জড়িত।
আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে iphone ও ipad এর অ্যাপল আইডি প্রোফাইল ছবি
পরিবর্তন করা যায় শেষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনি বুঝতে
পেরেছেন কিভাবে আপনার প্রোফাইল ছবি যুক্ত বা আপডেট করবেন। এই আর্টিকেলটি শুরু
থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। এরকম আরো ইনফরমেটিভ
ভিডিও পেতে আমাদের protechtutor.com ওয়েবসাইটের সাথেই থাকুন।