বাংলা আর্টিকেল লিখে লাখ টাকা আয় করার উপায়

বাংলা আর্টিকেল লিখে মাসে  লাখ টাকা আয় করার উপায় সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি বাংলা আর্টিকেল লিখে মাসে লাখ টাকা আয় করতে চান তাহলে এই আর্টিকেলটি

বাংলা আর্টিকেল লিখে লাখ টাকা আয় করার উপায়

আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। কিভাবে একটি ভালো মানের আর্টিকেল লিখতে হয় এবং আপনার আর্টিকেলটি কিভাবে গুগল র্যাঙ্কিং এর প্রথম দিকে রাখতে পারবেন এই আর্টিকেলটি পড়লে আপনি তা বুঝতে পারবেন। 

পোস্ট সূচিপত্র ঃবাংলা আর্টিকেল লিখে লাখ টাকা আয় করার উপায় 

বাংলা আর্টিকেল লেখার জন্য ফোকাস কিওয়ার্ড নির্বাচন করা 

বাংলা আর্টিকেল লিখার জন্য আপনাকে প্রথমেই ফোকাস  কিওয়ার্ড নির্বাচন করতে হবে। কারণ ফোকাস  কিওয়ার্ড ছাড়া একটা পোস্টকে কখনো র্যাঙ্ক করানো সম্ভব না। এখন আপনার মনে হতে পারে ফোকাস কিওয়ার্ড আবার কি। ফোকাস কিওয়ার্ড কোথায় পাওয়া যাবে।আপনার চিন্তিত হওয়ার কোন কারণ নেই শুয়ে আছি আমি বিস্তারিতভাবে কিছু বলছি। ফোকাস কি ওয়ার্ড  সম্পর্কে জানতে হলে প্রথমে আপনাকে কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। 

মানুষ যখন google এ কিছু জানার জন্য সার্চ দেই, যেটা লিখে সার্চ দেয় ওইটাই হচ্ছে কিওয়ার্ড। ইউ ওয়ার্ড সাধারণত দুই প্রকার শর্ট টেইল কিওয়ার্ড ও লং টেইল কিওয়ার্ড। দুইটি শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে শর্ট টেইল  কিওয়ার্ড বলে। এবং তিন শব্দের অধিক শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে লং টেইল কিওয়ার্ড বলে। আর ফোকাস কিওয়ার্ড হচ্ছে মানুষ গুগলে যেগুলো বেশি সার্চ করে সেগুলোই হচ্ছে ফোকাস কিওয়ার্ড। 


মনে করুন আপনি অনলাইন থেকে আপনার এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় আপনি জানেন না। তাহলে আপনি কি করবেন নিশ্চয়ই গুগোলে সার্চ দিবেন। তাহলে গুগলে আপনি কি লিখে  সার্চ করবেন। নিশ্চয় আপনি "আমার এন আই ডি  কার্ড দেখতে চাই" অথবা  "NID কার্ড দেখার নিয়ম" এভাবে লিখে সার্চ দিবেন। এই কথাগুলো গুগলে লিখে প্রচুর পরিমাণে  সার্চ দেওয়া হয় 

তাই এগুলো হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আপনি আপনার পোস্টে ১০ থেকে ১৫ বার ফোকাস  কিওয়ার্ড রাখতে পারবেন। ফোকাস কিওয়ার্ড  আপনি আপনার পোষ্টের বিভিন্ন জায়গায় রাখতে পারবেন। তবে ফোকাস কিওয়ার্ড এমন জায়গায় দিতে হবে যেখানে দিলে পাঠক পড়ে যেন  বিরক্ত না হয় বরং পাঠকের  আর্টিকেলটি পড়তে আরো মন চায় এমন জায়গায়  দিতে হবে। 

বাংলা আর্টিকেল লেখার বেসিক নিয়ম 

আমাদের আর্টিকেল লেখার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা এবং এর মাধ্যমে টাকা ইনকাম করা। তবে সেবা দানের পাশাপাশি টাকা ইনকাম করতে হলে আপনাকে কিছু নিয়ম-কানুন মেনে আর্টিকেল লিখতে হবে। যেমন পোস্ট টাইটেল বা শিরোনাম পাঁচ থেকে আট শব্দের মধ্যে হতে হবে। পোস্ট টাইটেল লোভনীয় করে লিখতে হবে। (যেমন ১০টি, ২০টি,কার্যকরী,গোপনীয়, টিপস ইত্যাদি)। টাইটেলের শুরুতেই  ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। 
পোস্ট টাইটেল ৬০ ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এছাড়াও আপনাকে পোষ্টের  শুরুতেই একটি ভূমিকা বাটন  বানাতে হবে। ভূমিকা বাটন এর মধ্যে পাঁচ থেকে ছয় শব্দ রাখা যাবে।ভূমিকা  বাটনের মধ্যে অন্য রিলেটেড ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা ভালো। ভূমিকা /মেটার ডেসক্রিপশন চার লাইনে লিখতে হবে। ভূমিকা বাটনের নিচে ও ফিচার ইমেজ ০১এরউপরে দুই লাইন লিখতে হবে। এবং হেচার ইমেজ ০১এর নিচে পেজ সূচিপত্র এর উপরে দুই লাইন লিখতে হবে। 

বাংলা আর্টিকেল লেখার এডভান্স নিয়ম 

এই আর্টিকেলে আমরা এখন বাংলা আর্টিকেল লেখার অ্যাডভান্স কিছু নিয়মকানুন সম্পর্কে জানব তাই আপনি যদি অ্যাডভান্স নিয়ম কানুন সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।  বাংলা আর্টিকেল লেখার এডভান্স কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো মেনে আর্টিকেল লিখলে আপনার আর্টিকেলটি দেখতে অনেক ভালো লাগবে। চলুন জেনে নিই বাংলা আর্টিকেল লেখার অ্যাডভান্স নিয়ম কানুন সম্পর্কে।
  • প্রতিটি হেডিং ৫ থেকে ৮ শব্দের মধ্যে রাখার চেষ্টা করতে হবে 
  • প্রতিটি হেডিং এর নিচে সর্বনিম্ন দুটি প্যারা লিখতেই হবে 
  • প্রতিটি হেডিং এর নিচে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টি প্যারা লিখতে হবে 
  • প্রতিটি পারায় সর্বনিম্ন ৩.৫ লাইন লেখা রাখতে হবে 
  • প্রতিটি প্যারায় সর্বোচ্চ পাঁচ লাইন লেখা রাখা যাবে 
  • প্রতিটি পোষ্টের মধ্যে তিনটি লাইন "আরো পড়ুন" সেকশন  থাকতে হবে 
  • সবগুলো লেখা জাস্টিফাই ফরমেটে  লিখতে হবে 
  • প্রতিটি আর্টিকেল ভালোভাবে ফরমেটিং করতে হবে 
  • শেষ কথা /লেখক এর মন্তব্য  /উপসংহার এ ফোকাস কি ওয়ার্ড ব্যবহার করতে হবে 
  • শেষ কথা হেডিং এর পরে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুটি প্যারা লিখতে হবে 
  • প্রতিটি পোস্ট সর্বনিম্ন ১৫০০ শব্দে লিখতে হবে 
উপরের এ নিয়ম গুলো মেনে আপনি পোস্ট লিখলে আপনার পোস্টটি দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আপনি পোস্ট লেখার সময় এই নিয়ম গুলো মেনে পোস্ট লিখবেন।

SEO ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম 

আপনার শুধু সুন্দর করে আর্টিকেল লিখলে হবে না এই আর্টিকেল গুলো থেকে টাকা আয় করতে হলে আপনাকে আর্টিকেলগুলো মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এর জন্য আপনাকে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে। SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার পোস্টকে google এ রেংক করাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ। তবে এর জন্য আপনাকে পোস্ট লেখার আগে অবশ্যই গবেষণা করে লিখতে হবে। কারণ গবেষণা করে না লিখলে আপনার আর্টিকেল কখনোই গুগলে র্যাঙ্ক  করানো সম্ভব হবে না। তাই আর্টিকেল লেখার আগে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করে আর্টিকেল লিখতে হবে। 
  • টার্গেট কিওয়ার্ড 
  • আর্টিকেল বিশ্লেষণ 
  • আর্টিকেলের টাইপ 
  • আর্টিকেলের দৈর্ঘ্য ইত্যাদি
  • প্রতিটি পোস্টে ৩টি করে SEO ফ্রেন্ডলি ফিচার ইমেজ ব্যবহার করতে হবে 
  • প্রতিটি ইমেজ Ai দিয়ে বানাতে হবে 
উপরের সবগুলো নিয়ম মেনে আপনি যদি পোস্ট পাবলিশ করেন তাহলে আপনার পোস্ট সহজেই গুগলে র্যাংক করানো সম্ভব। তাই আপনি উপরের সবগুলো বিষয় নিয়ে গবেষণা করে এবং এই ফরমেটে পোস্ট লিখে পাবলিশ করতে হবে তাহলে আপনি আর্টিকেল লিখে লাখ টাকা ইনকাম করতে পারবেন।

আর্টিকেলে ফিচার ইমেজ বসানোর নিয়ম 

আর্টিকেল লেখার সময় একটা পোস্টকে  আরও অ্যাট্রাক্টিভ করার জন্য পোস্টে ফিচার ইমেজ বসানো হয়। প্রত্যেকটি পোস্টে পোস্টে সর্বোচ্চ তিনটি ফিচার ইমেজ বসাতে হবে। এই ফিচার ইমেজ পোস্টকে আরো আকর্ষণীয় করে তোলে। তবে ফিচার ইমেজ বসানোর সময় কিছু নিয়ম কানুন মেনে ফিচার ইমেজ বসাতে হবে। যেখানে সেখানে বসিয়ে দিলে 

আপনার পোস্ট দেখতে ভালো লাগবে না। প্রথম ফিচার ইমেজ আপনাকে ভূমিকা বাটনের নিচে এবং পোস্ট সূচিপত্রর  উপরে দিতে হবে। মনে করেন আপনি দশটি পোস্ট সূচীপত্র তৈরি করলেন তাহলে আপনাকে দ্বিতীয় ফিচার ইমেজ ৫ নম্বর হেডিং এর ভিতরে বসতে হবে। এবং তিন নম্বর ফিচার ইমেজ আপনাকে  শেষ কথা/লেখকের মন্তব্য এর দুইটা

 হেডিং এর উপরে দিতে হবে। তাহলে আপনার আপনার পোস্টটি দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আরো একটি বিষয় হচ্ছে যে আপনাকে সকল ফিচার ইমেজ এসইও করার পরে পোস্টে বসাতে হবে। উপরের নিয়ম গুলো আপনি ফলো করলে আপনার পোস্টটি দেখতে সুন্দর লাগবে এবং পোস্টটিকে গুগলে রেঙ্ক  করাতে সহজ হবে।

বাংলা আর্টিকেল লিখে লাখ টাকায় করার উপায় 

বাংলা আর্টিকেল লিখে লাখ টাকা আয় করার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই আপনি  এই আর্টিকেলটি  মনোযোগ সহকারে পড়ুন। বাংলা আর্টিকেল লিখে প্রতি মাসে আপনি লাখ টাকা আয় করতে পারবেন। যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে  তাহলে আপনি আপনার লেখা আর্টিকেল আপনার ওয়েবসাইটে আপলোড করে সারা জীবন এই আর্টিকেল থেকে টাকা আয় করতে পারবেন। 

আপনার ওয়েবসাইটে আপনি নিয়মিত আর্টিকেল লিখে পাবলিশ করলে একটা সময় পর আপনার ওয়েবসাইট থেকে আপনি লাখ টাকা আয় করতে পারবেন। তবে আপনার যদি কোন নিজস্ব ওয়েবসাইট না থাকে তাহলে আপনি আর্টিকেল লেখার জব করতে পারেন।আপনি যদি আর্টিকেল লেখার জব করেন তাহলে যার জন্য আর্টিকেল লিখবেন সে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। এবং সে আর্টিকেল গুলো তার ওয়েবসাইটে পোস্ট করে সে সারা জীবন সেখান থেকে ইনকাম করতে থাকবে।


 আপনি যদি চাকরির মত নির্দিষ্ট বেতনের জন্য আর্টিকেল লিখেন তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল লেখার জব করতে পারেন। তবে আমি আপনাকে আপনার নিজস্ব ওয়েব সাইটের জন্য আর্টিকেল লিখতে বলব। কেননা আপনার নিজস্ব ওয়েবসাইটে আর্টিকেল লিখলে প্রথম দিকে তেমন ইনকাম না হলেও একটা নির্দিষ্ট সময় পর আপনি আপনার ওয়েবসাইট থেকে অনেক টাকা আয় করতে পারবেন। 

ইংরেজি আর্টিকেল লিখে ইনকাম করার উপায় 

বর্তমানে ইংরেজি আর্টিকেলের ডিমান্ড অনেক বেশি। বাংলা আর্টিকেল শুধুমাত্র বাংলাদেশেই চাহিদা রয়েছে কিন্তু পক্ষান্তরে আমাদের বাইরের দেশের বাইরে বিশেষ করে ইউরোপের দেশে ইংরেজি আর্টিকেলের বিশেষ চাহিদা রয়েছে যা  বিক্রি করে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। বাংলা আর্টিকেল লিখে টাকা ইনকাম করার চাইতে ইংরেজি আর্টিকেল লিখে বেশি টাকা ইনকাম করা যায়।

আপনি চাইলে একটি ওয়েবসাইটে ইংরেজি আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনার নিজস্ব ওয়েব সাইটেও ইংরেজি আর্টিকেল লিখে টাকা করতে আয় করতে পারেন। আপনি যদি নিয়মিত নিয়মিত আপনার ওয়েবসাইটে ইংরেজি আর্টিকেল লিখেন তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় পর মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি একটি ইংরেজি আর্টিকেল ভালোভাবে লিখতে পারেন

তাহলে আপনি তা বাইরের দেশের ওয়েবসাইটের এডমিনের কাছে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বাইরের দেশে একটি ইংরেজি আর্টিকেল ১০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত দাম হয়ে থাকে। তাই আপনি যদি ইংরেজি ভাষায় পারদর্শী হন এবং ইংরেজি ভাষায় ভালোভাবে ফরম্যাটিং করে আর্টিকেল লিখতে পারেন তাহলে সে আর্টিকেল গুলো বিক্রি করে মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

 আর্টিকেল লিখে আয় করার সেরা ওয়েবসাইট

আপনার যদি কোন ওয়েবসাইট না থাকে তাহলে আর্টিকেল লেখার জন্য অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। আর্টিকেল লিখে ইনকাম করার জন্য আপনাকে ওয়েবসাইটের এডমিনের সাথে চুক্তিবদ্ধ হয়ে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লেখার বিনিময়ে প্রত্যেক মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা তার কাছে চার্জ করতে পারেন। তাছাড়া এসব চুক্তিবদ্ধ হওয়া ঝামেলা মনে হলে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে চুক্তিবদ্ধ হতে হয় না

আপনি সেগুলাতে আর্টিকেল লিখতে পারেন। এর সকল ওয়েবসাইটে আপনাকে এডমিনের সাথে চুক্তিবদ্ধ হতে হবে না আপনি নিজের ইচ্ছায় আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। আপনি টেক টিউন, হুবপেজ এ সকল ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। এছাড়াও আর্টিকেল লেখার জনপ্রিয় একটি সাইট হচ্ছে "quora" এই ওয়েবসাইটে আপনাকে কোন এডমিনের সাথে চুক্তিবদ্ধ হতে হবে না। এখানে আপনি আপনার ইচ্ছেমতো আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। 

বাংলা আর্টিকেল রাইটিং জব কোথায় পাবেন 

বাংলা আর্টিকেল রাইটিং জব কোথায় পাওয়া যাবে এ সম্পর্কে এখন বিস্তারিত ভাবে আলোচনা করা হবে। তাই আপনি মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়তে থাকুন। এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলাতে আর্টিকেল লেখার জন্য ছেলে ও মেয়ে উভয়দেরকেই নিয়োগ দেওয়া হয়। এসব ওয়েবসাইটে হাজারো ছেলে মেয়ে আর্টিকেল রাইটিং জব করছেন এবং মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন।

 দেশের বড় বড় যে সকল নিউজ পেপার ওয়েবসাইট রয়েছে এবং বড় বড় ব্লগারওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে তারা আর্টিকেল লিখে নেওয়ার জন্য আর্টিকেল রাইটারদের চাকরি দিয়ে থাকেন। আপনি চাইলে সে সকল ওয়েবসাইট গুলোতে বাংলা আর্টিকেল রাইটিং জব করতে পারেন। এবং চাকরির মতো প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে বেতন তুলতে পারেন। এখানে আপনি একজন চাকরিজীবীর চাইতে প্রতিমাসে অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।

লেখক এর মন্তব্য 

বাংলা আর্টিকেল লিখে মাকে লাখ টাকা আয় করার উপায় এর জন্য যেসব নিয়ম মেনে আর্টিকেল লিখতে হবে এবং সেগুলো কিভাবে গুগলে রেংক করাতে হবে আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। আপনি যদি একজন দক্ষ আর্টিকেল রাইটার হতে পারেন তাহলে আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। তাই আপনি বেকার সময় নষ্ট না করে আজ থেকে আর্টিকেলে যেভাবে বলা আছে এ সকল নিয়ম কানুন মেনে আর্টিকেল লেখার প্র্যাকটিস শুরু করুন। 

আশা করি আপনি এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন। আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইট থেকে এ ধরনের কনটেন্ট পোস্ট করে থাকি। তাই নিয়মিত প্রয়োজনীয় তথ্য পেতে প্রো টেক টিউটর এই ওয়েবসাইটি ফলো করুন। আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন