গোপনীয়তা ও নীতিমালা ( Privacy & Policy)

 ভূমিকাঃ 

Protechtutor.com-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইট ব্যবহার করার সময় আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ করা হয় এবং কীভাবে তা ব্যবহার করা হয়, সেই বিষয়গুলো সহজ ভাষায় জানাতেই এই গোপনীয়তা নীতি লেখা হয়েছে। আমরা চাই আপনি নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট ব্যবহার করুন। 

আমরা যে ধরনের তথ্য পাই

আপনি যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, তখন কিছু সাধারণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে আসতে পারে। যেমনঃ 

  • আপনার ইন্টারনেট সংযোগের IP ঠিকানা
  • আপনি কোন ডিভাইস বা ব্রাউজার ব্যবহার করছেন
  • আমাদের কোন লেখাগুলো আপনি পড়েছেন
  • কতক্ষণ সাইটে ছিলেন
  • আমরা কোন সংবেদনশীল তথ্য (যেমন পাসওয়ার্ড, ব্যাংক তথ্য, ভেরিফিকেশন কোড) ইত্যাদি সংগ্রহ করি না। 

এছাড়া, আপনি যদি নিজে থেকে আমাদের ইমেইল করেন বা যোগাযোগ করেন, তখন আপনার দেওয়া নাম বা ইমেইল ঠিকানা আমরা জানতে পারি। এর বাইরে আমরা আপনার কোন তথ্য পাই না এবং আপনার কোন তথ্য সংগ্রহ করি না। আমরা চাই আমাদের পাঠকগন যেন নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।  

এই তথ্যগুলো আমরা কেন ব্যবহার করি

আমরা এসব তথ্য যে কারণে ব্যবহার করে থাকি তার কারণ গুলো নিচে তুলে ধরা হলোঃ 

  • আমাদের লেখা ও ওয়েবসাইট আরও ভালো করার জন্য
  • কোন ধরনের কনটেন্ট মানুষ বেশি পছন্দ করছে তা বোঝার জন্য
  • প্রয়োজনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য
  • ভুয়া ভিজিট বা ক্ষতিকর কার্যকলাপ থেকে সাইটকে নিরাপদ রাখার জন্য

আমরা পরিষ্কারভাবে বলতে চাইঃ আমরা কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না বা অন্যের কাছে দিই না। তাই আপনি নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

কুকিজ ( Cookies)

Protechtutor.com-এ কুকিজ ব্যবহার হতে পারে। কুকিজ বলতে ছোট কিছু তথ্য বোঝায়, যা আপনার ব্রাউজারে সংরক্ষিত থাকে এবং ওয়েবসাইটকে বুঝতে সাহায্য করে আপনি কী পছন্দ করেন। এতে আপনার অভিজ্ঞতা আরও ভালো হয়। আপনি চাইলে নিজের ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ বন্ধ করে দিতে পারেন। তবে এতে কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে। আশা করি আপনি পুরো বিষয়টি ভালো ভাবে বুঝতে পেরেছেন। 

বিজ্ঞাপন ও Google AdSense

আমাদের ওয়েবসাইটে এখন বা ভবিষ্যতে Google AdSense-এর বিজ্ঞাপন দেখানো হতে পারে। Google ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে কুকিজ ব্যবহার করতে পারে। আপনি চাইলে Google-এর সেটিংস থেকে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন। তবে এতে কিছু ফিচার সঠিক ভাবে কাজ নাও করতে পারে। কুকিজ চালু করে রাখলে সকল ফিচার সঠিকভাবে কাজ করবে। 

তৃতীয় পক্ষের লিংক (Third-party Links) 

কখনো কখনো আমাদের লেখার ভেতরে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। সেই ওয়েবসাইটগুলোর নিয়ম বা গোপনীয়তা নীতির জন্য আমরা দায়ী নই। আপনি অন্য কোনো সাইটে গেলে তাদের নিজস্ব নীতিমালা একবার দেখে নেওয়া ভালো। আপনি অন্য ওয়েবসাইটের নিজস্ব গোপনীয়তা নীতি না পড়ে লিংকে ক্লিক করলে কোন সমস্যার সম্মুখীন হলে তার কোন দায়ভার আমরা কখনোই নেব না। 

শিশুদের গোপনীয়তা

Protechtutor.com কখনোই ইচ্ছাকৃতভাবে ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। যদি কোনো অভিভাবক মনে করেন তার সন্তান ভুলবশত আমাদের ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দিয়েছে, তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমরা দ্রুত সেই তথ্য সরিয়ে ফেলব।

আপনার সম্মতি

এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের এই গোপনীয়তা নীতির সাথে একমত হচ্ছেন।তাই আপনার কাছ থেকে আশা করি আপনি আমাদের গোপনীয়তা নীতির বিরুদ্ধে কোন কাজ করবেন না। 

নীতিমালা পরিবর্তন

  • আমরা যেকোনো সময় এই “Privacy Policy” আপডেট বা পরিবর্তন করতে পারি। 
  • পরিবর্তিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।
  • Pro Tech Tutor এর এডমিন মোঃ নাহিদ ইসলাম যেকোনো সময় এই ওয়েবসাইটে যেকোনো নীতিমালা পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা রাখে।

যোগাযোগ ঠিকানা

এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ 

ইমেইল: edul20618@gmail.com 
ওয়েবসাইট: https://www.protechtutor.com