ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম সম্পর্কে বিস্তারিত জানুন
ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম হলো ইউরোপে অন্যতম মৌসুমী কৃষি খাতে কাজের অন্যতম রাস্তা। এই ফরম পূরণের মাধ্যমে প্রবাসীরা সহজে ইতালিতে বৈধভাবে কৃষি কাজে যোগ দেওয়ার সুযোগ পায়।
আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্দিষ্ট সময়সীমা মেনে চলা অত্যন্ত জরুরী। তাই ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে ভিসা পাওয়া আরোও সহজ হয়ে যায়। আজকেরে আর্টিকেলে ইতালি কৃষি ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
পোস্ট সূচিপত্রঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
- ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
- ইতালি কৃষি ভিসা আবেদন লিংক ২০২৫
- ইতালিতে কৃষি ভিসার জন্য কিভাবে আবেদন করবো
- ইতালিতে কৃষি কাজ কি কি
- ইতালি কৃষি ভিসার বেতন কত
- ইতালি কৃষি ভিসা প্রসেসিং খরচ
- ইতালি যেতে কি কি কাগজপত্র লাগে
- ইতালি যাওয়ার সহজ উপায়
- ইতালি যাওয়ার সতর্কতা ও প্রয়োজনীয় পরামর্শ
- ইতালি ভিসা সম্পর্কে প্রশ্ন উত্তর (FAQ)
- শেষ কথাঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম এর মাধ্যমে মূলত কৃষি খাতে যেমন ফল সংগ্রহ,
শাকসবজি উৎপাদন, আঙ্গুর ক্ষেতের কাজ সহ মৌসুমী নানা ধরনের কর্মসংস্থানের সুযোগ
তৈরি হয়। ইতালি সরকার ইতালি এগ্রিকালচার ভিসা সার্কুলার দেবার পর আগ্রহিরা ভিসার
জন্য আবেদন করে থাকে। ভিসা আবেদন করার জন্য ফরম পূরণ করার প্রয়োজন পড়ে। আর
এই ফর্মটি VFS গ্লোবালের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর প্রিন্ট করে পূরণ
করতে হয়।
আপনি যদি ইতালি কৃষি পয়সায় যেতে চান তাহলে আপনাকে একই প্রসেসে কাজ করতে হবে।
ইতালি কৃষি ভিসা আবেদন ফরমটি পূরণ করে ইতালির কৃষি বিষয়ে আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ করতে হবে। তবে আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান তাহলে ভিসা
প্রশাসনিকের সকল এজেন্সি কর্তৃপক্ষ দ্বারা সম্পন্ন করবে। আবেদন করার জন্য আপনাকে
কিছু নীতিমালা অনুসরণ করতে হবে।
আরো পড়ুনঃ ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা-2025 বিস্তারিত-জানুন
ইতালিতে কৃষি কাজের চাহিদা অনেক বেশি কারণ ইতালিতে বেশিরভাগ জমে অনাবাদি
থাকে। কৃষি জমিতে চাষাবাদ করার মত প্রয়োজনীয় লোক দৃষ্টিতে পাওয়া যায় না।
ইতালির কৃষি জমিতে চাষাবাদ করার জন্য শ্রমিকের পরিমাণ খুবই কম যার ফলে ইতালি
সরকার কৃষি বিচার আবেদন বিভিন্ন দেশে কর্মী নিয়োগ করে দিয়ে থাকেন। বাংলাদেশের
অধিকাংশ মানুষ ইতালিতে কৃষি ভিসায় যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে। আপনি যদি কৃষি
কাজ করার জন্য ইদারিতে যেতে চান তাহলে কৃষি ভিসা আবেদন করতে পারেন।
ইতালি কৃষি ভিসা আবেদন লিঙ্ক ২০২৫
ইতালি যাওয়ার কৃষি ভিসা আবেদন করার জন্য অনেকেই সঠিক লিংক খুঁজে পান না। এর ফলে
আবেদন করতে সম্পূর্ণ ব্যর্থ হন। ইতালি কৃষি ভিসা আবেদন করার জন্য ইতালি সরকারের
গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটিতে ভিজিট করে ইতালি কৃষি ভিসা
অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বর্তমানে কিছু প্রতারক রয়েছে যারা অনলাইনে
ভুয়া লিংক দিয়ে প্রতারণা করে থাকে।
কখনো তাদের কবলে পড়বেন না তা না হলে আপনার কষ্টের অর্থ হাতে নেবে। তাই ইতালি কৃষি ভিসা আবেদন করার সময় ভিসা আবেদন লিংকটি শতভাগ নিশ্চিত করে যাচাই করে নিবেন। আপনি যদি বুঝতে না পারেন প্রয়োজনে অভিজ্ঞ মানুষদের কাছে সহায়তা নিবেন। ইতালি ভিসা আবেদন লিংক দেওয়া হলো ঃhttps://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa
ইতালিতে কৃষি ভিসার জন্য কিভাবে আবেদন করবো
ইতালি ভিসা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যায়। এজন্য অবশ্যই আপনাকে
নিয়মকানুন গুলো জানতে হবে। ইতালি ভিসা আবেদন লিঙ্ক ও ফর্মটি আপনাকে কোন এজেন্সি
থেকে তুলতে হবে। এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করার পর আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন
করতে পারবেন। তবে আপনার অবশ্যই প্রয়োজন। কাগজপত্র বা ডকুমেন্ট ছাড়া ইতালি ভিসা
আবেদন প্রক্রিয়া কখনো সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না।
সর্বপ্রথম আপনাকে ইতালি ভিসা আবেদন লিংকে প্রবেশ করতে হবে। উপরে আবেদন লিংকটি
উল্লেখ করা হয়েছে। সেখানে ক্লিক করে আবেদন লিংকটি ভিজিট করুন। এটা সরকারের
একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট লিংক। লিংকে ভিজিট করার পর আপনাকে অবশ্যই বিভিন্ন
ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এরপর কিভাবে আবেদন করতে হয় সেই অপশনটি আপনি ক্লিক
করতে পারেন। ইতালি ভিসা আবেদন ফরমটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
আরো পড়ুনঃ বাংলা আর্টিকেল লিখে লাখ টাকা আয় করার উপায়
ফার্মটি x সম্পন্ন হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে সম্পূর্ণ করতে হবে। ইতালি
ভিসা আবেদন করার অবশ্যই ফ্রি পরিশোধ করতে হবে। ভিসা আবেদন প্রক্রিয়া ভালোভাবে
সম্পন্ন করার পর অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে নিয়ে আপনার
ভুলগুলো ধরতে পারবেন। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে তবে আপনি
আবেদনটি ইতালি ভিসা অফিসে জমা দিতে পারেন।
ইতালিতে কৃষিকাজ কি কি
ইতালিতে বিভিন্ন ধরনের কৃষি কাজ রয়েছে। তবে উল্লেখযোগ্য কৃষি কাজ যেটা
সচরাচর কাজ হয়ে। তবে চলুন জেনে নিই ইতালিতে কি কি কাজ রয়েছে। কৃষি কাজের প্রথম
ধাপ হচ্ছে বীজ বপন করা এবং বীজকে ভালোভাবে পরিচর্যা করা। বীজ বপন, আগাছা
পরিষ্কার বা নিড়ানি দেওয়া, ডিজে পানি দেওয়া। এ সকল কাজ শুধু বীজ বপণের পর যত্ন
নিতে হবে। ফসল কাঁটা এধরনের এক কাজকে মূলত সবজি বা ফল সংগ্রহ করাকে বুঝানো হয়।
যেমন কাঁচা মরিচ, ক্যাপসিকাম মরিচ, টমেটো, কমলা, মালটা, আপেল ইত্যাদি।
তাছাড়া ফল বাছাই করনের কাজ রয়েছে। বাছাই করণ বলতে মূলত সবজি বা ফল সংগ্রহ করার পর ভালোভাবে আলাদা আলাদা করে রাখাকে বুঝায়। ভালো ফল বা ফসল ভালোটার সাথে রাখতে হবে। ভালোটা একদিকে খারাপটা অন্যদিকে বাছাই করে এভাবে ফল বা ফসল প্রক্রিয়াজাত করতে হবে। ফলকে আলাদা করার পর পরিষ্কারভাবে বাছাই করে রাখতে হবে। এরপর ভালো করে প্যাকিং করা এবং অভিজ্ঞ শ্রমিক দ্বারা প্যাকেজিং করে রাখা। এ সকল কাজে ইতালিতে সব সময় বেশি থাকে।
ইতালি কৃষি ভিসার বেতন কত
ইতালিতে কৃষি কাজের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে বড় বড় কোম্পানি সহ
সরকারিভাবে কৃষি কাজে নিয়োগ দেওয়া হয়। তবে ইতালি কৃষি বিষয় অভিজ্ঞতা
ছাড়া ৬০ থেকে ৮০ হাজার টাকা বেতন পাওয়া যায়। তবে কৃষি বিষয় একজন দক্ষ কর্মীর
বেতন সবথেকে বেশি। একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন ১২০০ থেকে ১৫০০ ইউরো হয়ে থাকে।
একজন দক্ষ শ্রমিকের সর্বোচ্চ বেতন ২০০০ ইউরো পর্যন্ত প্রদান করা হয়।
যা বাংলাদেশী টাকায় ১ লক্ষ ২০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। ইতালি
ভিসা পাওয়া অনেকটা জটিল একটা প্রক্রিয়া। তাই চেষ্টা করবেন বিভিন্ন দূতাবাসের
সাথে যোগাযোগ করা এবং ইতালি অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে প্রতিনিয়ত অনুসন্ধান
করা। তবে সাবধানতার সঙ্গে সকল প্রকার দালালের থেকে দূরে থাকবেন। কেননা এখন অনেক
ভুয়া এজেন্সি রয়েছে যারা ইতালি ভিসা দেওয়ার নামে প্রতারণা করে থাকে।
ইতালি ভিসা প্রসেসিং খরচ
ইতালিতে কৃষি ভিসার খরচ আনুমানিক নূন্যতম ৮ লক্ষ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত।
সরকারী মাধ্যমে ভিসা খরচ আরো অনেক কম হয়ে থাকে। এছাড়া মেডিকেল ও টুরিস্ট
ভিসাতেও খরচ কম হয়ে থাকে। তবে দালাল বা এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে ১২ থেকে ১৫
লক্ষ টাকার বেশি খরচ করতে হবে বাংলাদেশ থেকে ইতালি ভিসার চাহিদা বেশি।
আরো পড়ুনঃ ইউরোপ সেনজেন ভিসা পাওয়ার উপায় ও খরচ কত-বিস্তারিত জানুন
তবে ইতালি যেতে কত টাকা লাগে তা নির্ভর করে ভিসা ধরনের উপর। প্লেনের টিকিটের
দাম ও পূর্বের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিমানের ক্যাটাগরি ও সুবিধার ওপর
ভিত্তি করে টিকিটের মূল্য উঠানামা করে। বর্তমানে বাংলাদেশে ইতালির পর্যন্ত যেতে
একক মাত্রায় টিকিটের দাম পড়বে কম বেশি ৬৫ হাজারের বেশি। তাছাড়াও দুবাই থেকে বা
কাতার থেকে অনেকেই ইতালিতে পারি জমাচ্ছে। সেখান থেকে গেলে খরচ অনেক কম
পড়বে।
ইতালি যেতে কি কি কাগজপত্র লাগে
ইতালিতে কৃষি খাতে বেশকিছু কাজের সুযোগ থাকাই প্রতিবছর ইতালি সরকার কর্মীর জন্য
নিয়োগ দিয়ে থাকে। কারণ ইতালি একটি কৃষি প্রধান দেশ। তবে ইতালিতে জনসংখ্যা খুব
কম তাই কাজের জন্য ইতালি সরকার প্রতি বছর কৃষিখাতে অন্যান্য দেশ থেকে নিয়োগ
দিয়ে থাকে। আপনি যদি ইতালি যেতে চান তাহলে ইতালি ভিসা আবেদন করতে কিছু
প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তাহলে প্রয়োজনের কাগজপত্র নিচে উল্লেখ করা
হলোঃ
- বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- ইতালি কৃষি আবেদন ফরম
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- পুলিশ কিয়ারেন্স
- মেডিকেল রিপোর্ট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (প্রয়োজনে)
ইতালি যাওয়ার সহজ উপায়
বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ ইতালিতে কৃষি ভিসা নিয়ে পাড়ি জমাচ্ছে। কৃষি ভিসা পাওয়ার জন্য ইতালি সরকার ভূষিত নির্দিষ্ট তারিখে ভিসার জন্য আবেদন করতে হয়। যার ফলে সঠিক সময় না জানার কারণে আবেদন করতে ব্যর্থ হয়। আপনি যদি ইতালি কৃষি বিষয় নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে খোঁজখবর রাখতে হবে কখন ইতালি সরকার সার্কুলার দিচ্ছে। ইতালি ভিসা পাওয়ার জন্য মূল আস্থা প্রয়োজন হয়।। মূল আস্থা পাওয়ার জন্য ইতালি থেকে জবের অফার পাওয়া লাগে তারপর ভিসা প্রসেসিং শুরু হয়।
বাংলাদেশ থেকে অনেকে বৈধ ও অবৈধ ভাবে ইউরোপে দেশ ইতালি যাচ্ছে। এদের
বেশিরভাগ মানুষ পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে এ দেশে যাচ্ছে। বাংলাদেশ থেকে
সরকারিভাবে ও বেসরকারিভাবে বৈধ পায়ে ইতালি যেতে পারবে। বাংলাদেশ থেকে বিভিন্ন
দেশের বৈধভাবে গিয়ে সেখান থেকে অবৈধ ইতালি গেম দিয়ে থাকে। অবৈধভাবে
ইতালির যাত্রা করলে জীবনে ঝুঁকি থাকে। বৈধভাবে বিভিন্ন সরকারি এজেন্সি কিংবা
সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে পারবেন।
ভিএসএফ গ্লোবাল, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বি এম আই টি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে সরকারিভাবে ইতালি যেতে পারবেন। এজন্য এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিয়মিত খোঁজখবর রাখতে হবে। কারণ কখন ইতালি সরকার সার্কুলার দিচ্ছে সেই দিকে মনোযোগ দিতে হবে। ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অফলাইন বা অনলাইনে ইতালি দূতাবাসের কাছে গিয়ে ভিসা আবেদন করতে পারবেন। আবার কেউ চাইলে বিশ্বাস তো এজেন্সির কাছ থেকে ভিসা সার্ভিস নিতে পারেন।
ইতালি যাওয়ার সতর্কতা ও প্রয়োজনীয় পরামর্শ
ইতালি ভিসা সম্পর্কে প্রশ্ন উত্তর (FAQ)
প্রশ্নঃবাংলাদেশ থেকে ইতালি কত কিলোমিটার?
উত্তরঃ বাংলাদেশ থেকে ইতালির দূরত্ব প্রায় ৭২৯৫ কিলোমিটার।
প্রশ্নঃ বাংলাদেশ বিমান ভাড়া কত?
উত্তরঃ বাংলাদেশ থেকে ইতালির ন্যূনতম বিমান ভাড়া ৮০ হাজার টাকা।
প্রশ্নঃ ইতালি ভিসা প্রসেসিং করতে কতদিন লাগে?
উত্তরঃ ইতালি ভিসা প্রসেসিং করতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগে।
প্রশ্নঃ ভিসার আবেদন ফরম কিভাবে পাবো?
উত্তরঃ কনসিলার ইলেকট্রিক এপ্লিকেশন সেন্টারে ওয়েবসাইট ক্লিক করে অনলাইনে
এক্সেস করুন।
প্রশ্নঃ ভিসার আবেদন ফরম কিভাবে পূরণ করব?
উত্তরঃ ফর্ম গুলিতে যেভাবে তথ্য দেওয়া হয়েছে বিশেষ করে নাম ঠিকানা এবং
জন্মতারিখ ঠিকভাবে প্রদান করতে হবে।
শেষ কথাঃ ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম
ইতালি কৃষি ভিসা ২০২৫ আবেদন ফরম সম্পর্কে এ আর্টিকেলে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা ইউরোপের দেশ ইতালি কৃষি বিচার জন্য আবেদন করতে চাচ্ছেন। তাদের জন্য উপরোক্ত আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো উল্লেখ করেছি কিভাবে ভিসার আবেদন ফরম পূরণ করবেন,
কৃষি ভিসার কাজের
বেতন কেমন, কৃষি ভিসা পেতে কি কি কাগজপত্র লাগে এই বিষয়গুলো বিস্তারিত
আলোচনা করেছি। আমাদের ব্লগে এরকম প্রবাস গাইড সম্পর্কে নিয়মিত আর্টিকেল লেখা
হয়। যদি আপনি এই আর্টিকেল থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের কাছে শেয়ার
করে দিবেন।


